Header Ads

ad

নাগরিক পরিষদের কালো পতাকা প্রদর্শন পুলিশী বাধায় পন্ড





রোহিঙ্গা হত্যার ইন্ধন, সীমান্ত হত্যা সার্বভৌমত্বের লঙ্ঘন, ফেলানী হত্যার বিচার না করা, পানি আগ্রাসন, মাদক প্রেরণ, নারী ও শিশু পাচার এবং মানব অঙ্গ-প্রত্যঙ্গ ব্যবসার মত অমানবিকতার প্রতিবাদে সুষমা স্বরাজের বাংলাদেশ আগমনে সংক্ষুব্ধ নাগরিক পরিষদ কালো পতাকা প্রদর্শন ও মানববন্ধনের আয়োজন করে। কিন্তু তা পুলিশী বাধায় প- হয়ে যায়। 

আজ ২২ অক্টোবর ২০১৭ বিকাল ৪ টায় জাতীয় প্রেসক্লাবের সম্মুখে নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন এর সভাপতিত্বে এই কালো পতাকা প্রদর্শন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক মো. হারুন অর রশীদ খান, দার্শনিক আবু মহি মুসা, গার্মেন্টস শ্রমিক নেত্রী কামরুন্নাহার।

সভাপতির বক্তব্যে নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন বলেন, মায়ানমার আরাকানে রোহিঙ্গা গণহত্যা, লুট, ধর্ষণ, নারী-শিশু নির্যাতনের মত অমানবিকতায় বিশ্ব বিবেক যখন ঘৃণাভরে তাদের প্রত্যাখান করছে ভারত তখন অস্ত্র সহায়তা করে সে অমানবিক হত্যাযজ্ঞে সহযোগিতা এবং উৎসাহ যোগাচ্ছে। তাই তাদের প্রতি আমাদের এই ঘৃণার কালো পতাকা প্রদর্শন। তিনি বলেন, পৃথিবীর বিবেক নাড়া দেয়া ফেলানীর ঝুলন্ত লাশের ছবি এখনো মানবতার ইতিহাসে এক দগদগে ক্ষত। নিরস্ত্র-নিরীহ কিশোরী ফেলানীকে বিনা উস্কানীতে গুলি করে হত্যাকারী অমিয় ঘোষের বিচার হয়নি। তার পরিবার বিচার পায়নি। বাংলাদেশ বিচারের অপেক্ষায়। আগামী ২৫ অক্টোবর ভারতের সুপ্রীম কোর্টের শুনানীতে যাতে তালবাহানা করে কালক্ষেপন না করা হয় সে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ এবং ফেলানীর পরিবার ও আমরা বিচার চাই। 

তিনি বলেন, পানি আগ্রাসনের শিকার বাংলাদেশকে বর্ষার পানিতে বন্যা চাপিয়ে দিয়ে আবার শুস্ক মৌসুমে উজানের পানি আটকে দিয়ে মরুকরণসহ নির্মম শত্রুতার শিকারে পরিণত করছে ভারত। এই শত্রুতার শিকার আমরা। তাই এই কালো পতাকার ঘৃণা প্রদর্শন। তিনি ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের হাত থেকে বাংলাদেশকে রক্ষায় সরকারের কার্যকর ভূমিকা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ফেনসিডিল, গাজা মাদক দিয়ে যুব সমাজকে ধ্বংস করে নারী-শিশু পাচার করে মানব অঙ্গ-প্রত্যঙ্গের ব্যবসা করে ভারত ক্ষান্ত হচ্ছে না। তারা সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে আমাদের জাতীয়তাবোধ ও চেতনাকে ভূলুন্ঠিত করছে। চেতনাহীন জাতি স্বাধীনতা রক্ষা করতে পারে না। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতি ও চেতনা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

বক্তব্য চলাকালীন সময়ে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মাইক বন্ধ করে দিয়ে অনুষ্ঠান পন্ড করে দেয়। 






কোন মন্তব্য নেই

রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান করতে হলে বাংলাদেশকে তুরষ্ক ইরান ইন্দোনেশিয়া মালেশিয়া পাকিস্থান কাজাকিস্থান নিয়ে সামরিক ও বেসামরিক জোট গঠন করতে হবে

রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান করতে হলে বাংলাদেশকে তুরষ্ক ইরান ইন্দোনেশিয়া মালেশিয়া পাকিস্থান কাজাকিস্থান নিয়ে সামরিক ও বেসামরিক জোট ...