“চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বাংলাদেশীকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ”
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গিলাবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের নাগরিক সাইফুল ইসলামকে গুলিকরে হত্যাকরার প্রতিবাদে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন-নাগরিক পরিষদের আহŸায়ক মোহাম্মদ শামসুদ্দীন, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোঃ হারুন-অর-রশিদ খান । এক যৌথ বিবৃতিতে তারা বলেন প্রধানমন্ত্রীর ভারত সফরেভারত তাদের সব পেলেও আমরা কিছুই পাইনি। তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানি পাইনি। ফারাক্কা সমস্যারসমাধান হয়নি, অস্ত্র ও মাদক চোরাচালন বন্ধ হয়নি। সীমান্ত হত্যা ও সার্বভৌত্বের লংঘন চলছে। তবে আমরা কি পেলাম? সামরিক সমঝোতায় আমরা আষ্টে-পৃষ্ঠে বাধা পড়েছি।
তাঁরা বলেন, “২০১৬ সালে সীমান্তে ভারত ৪০০০ হাজার গুলি বর্ষণ করে-এ কোন বন্ধুত্ব? ভারত আমাদের কেমন বন্ধু? আমাদের দেশের মানুষ যদি-সীমান্ত লংঘন করে তবে অবশ্যই তাদের বিচার করতে পারে। কোন অবস্থাতেই বিনা বিচারে গুলিকরে মেরে ফেলতে পারে না। ভারতের সাথে চীন, পাকিস্তান, নেপাল, ভূটান ও বার্মার সীমান্ত থাকলে ও শুধুমাত্র আমাদের সীমান্তে ফাঁকা গুলিকরে। নাগরিকদের হত্যা করে। ২০১১ সালের ৭ জানুয়ারী নিষ্পাপ কিশোরী ফেলানীকে বিনা উস্কানিতে গুলিকরে মেরে সীমান্তের কাঁটা তারের সাথে ঝুলিয়ে রাখে। খুনি অমিয় ঘোষ এর বিচার এখনও হয়নি, বাংলাদেশ বিচার পায়নি।
তাঁরা মত প্রকাশ করেন ফেলানী হত্যার বিচার না হলে সীমান্ত হত্যা ও সার্বভৌত্বের লংঘন বন্ধ হবে না। তাঁরা' বলেন সীমান্ত হত্যা ও সার্বভৌত্বের লংঘন বন্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে ভারতীয় আগ্রাসন প্রতিরোধ করতে হবে।
তাঁরা পানি লুণ্ঠনের বিরুদ্ধে ব্যাপক জনমত যেমনি গড়ে উঠেছে তেমনি অস্ত্র ও মাদক চোরাচালান আর সীমান্ত হত্যা ও সার্বভৌত্বের লংঘন বিরুদ্ধে সকলকে রাজপথে ঐক্যবদ্ধ সংগ্রাম করতে হবে।
ধন্যবাদান্তে
(এড. শাহ্ মোঃ নেয়ামত উল্লাহ)
বাংলাদেশ সুপ্রীমকোর্ট
যুগ্ম আহŸায়ক
নাগরিক পরিষদ
মোবাইল : ০১৭১২২৮০১৬
ফেসবুক পেজ : fb.com/nagorikparishadofficial
ওয়েব সাইট: http://nagorikparishad.blogspot.com
Post a Comment