‘রোহিঙ্গা ইস্যু দ্বি-পাক্ষিক নয়, আন্তর্জাতিক
১৯ জুলাই ২০১৭ বুধবার সকাল ১১.০০ টায় নাগরিক পরিষদ এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাব সম্মুখে ‘রোহিঙ্গা ইস্যু দ্বি-পাক্ষিক নয়, আন্তর্জাতিক। জাতিসংঘের মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধানের দাবিতে’ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন নাগরিক পরিষদ’র আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন।বক্তব্য রাখেন, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক মোঃ হারুন-অর-রশিদ খান, দার্শনিক আবু মহি মুসা, ভূমিহীন নেতা শেখ মোঃ নাসির উদ্দিন, নারীনেত্রী তানিয়া সুলতানা, যুব ঐক্য প্রক্রিয়া নেতা মোঃ হানিফ, প্রকৌশলী এস.এম রাফসানজানি প্রিতম প্রমুখ নেতৃবৃন্দ।মোহাম্মদ শামসুদ্দীন বলেন, “রোহিঙ্গা সমস্যা দ্বিপাক্ষিক নয়, আন্তর্জাতিক একমাত্র জাতিসংঘের মাধ্যমেই এ সমস্যার সমাধান সম্ভব”। তিনি বলেন, দীর্ঘদিন আরাকানে মায়ানমার সেনাবাহিনী, পুলিশ ও সীমান্ত রক্ষী বিজিপি’র সাথে রাখাইন বৌদ্ধপুরোহিত উসকানীতে রোহিঙ্গা মুসলিম নিরীহ জনগোষ্ঠীর উপর অমানবিক নিপীড়ন চালায়।
হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, গৃহ উচ্ছেদ, জোর পূর্বক বাংলাদেশে প্রেরণ সহ ভয়াবহ অমানবিকতার শিকার নিরীহ রোহিঙ্গারা বাংলাদেশ, মালয়েশিয়া, চীন, ইন্দোনেশিয়া, সৌদিআরব, গালফ দেশ সমূহ, তুরস্ক, ইইউ সহ বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নেয়, নিকটতম প্রতিবেশী বাংলাদেশে কয়েক লক্ষ নির্যাতিত উদ্বাস্তু দীর্ঘকাল অবস্থান করলেও মায়ানমার কোন সমাধানে এগিয়ে আসেনি। জাতিসংঘে আমরা নাগরিক পরিষদ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সমাধানের আহ্বান জানাই। জাতিসংঘ তদন্তদল বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের স্বাক্ষাত করে ভয়াবহ নিপীড়ন, নির্যাতন, হত্যা, গুম, নারী নির্যাতন, শিশু হত্যা, অগ্নি সংযোগের প্রমাণ পায়। বিশ^ বিবেক স্তম্ভিত, মর্মাহত, জাতিসংঘ তদন্তদল মায়ানমারে তদন্তে প্রস্তুত।এমন সময় দ্বিপাক্ষিক সমাধানের বাহানা করে নির্যাতনকারী মায়ানমার সরকার জাতিসংঘকে পাশ কাটানোর ফঁন্দি আটছে।বাংলাদেশ সরকারকে তাদের ফাঁদে পা না দেওয়ার অনুরোধ জানাচ্ছি।তিনি ওআইসি নেতারা যাতে জাতিসংঘে জোর তৎপরতা চালিয়ে বিষয়টি জাতিসংঘের মাধ্যমে সমাধান হয় মানববন্ধন থেকে সে আহ্বান জানান।তিনি ভারতে গো-রক্ষার নামে নিরঅপরাধ মানুষ হত্যার নারকীয় তান্ডব বন্ধের জন্য ভারতের নিকট আহ্বান জানান। তিনি এদেশের বুদ্ধজীবি ও প্রগতিশীল নামধারী ভারতীয় এজেন্টদের নিরবতায় উষ্মা প্রকাশ করেন।
https://youtu.be/pwIj9KdMTrs
https://youtu.be/3FyXhkzvP-w

https://youtu.be/pwIj9KdMTrs
https://youtu.be/3FyXhkzvP-w
Post a Comment